নতুন সকাল
শুভঙ্কর সরকার
কাকভোরে ঘুম ভেঙে গেছে
জেগে উঠে দেখি,
আজ নতুন সকাল।
জানালা দিয়ে উঁকি দেয়
সোনালী সূর্যের রঙিন আলো,
আকাশে সাদা মেঘ
বইছে শান্তির বাতাস,
নদী বয়ে চলে আপন বেগে
বাঁধা নেই
আজ নতুন সকাল।
কোথাও নেই বারুদের গন্ধ,
ডিনামাইট -এর আঘাতে ভেঙে পড়া ধ্বংসস্তূপ,
বদলে গেছে মুহূর্তে সব,
যেন স্বপ্নের চিত্রকল্প,
অতীন্দ্রিয় জগৎ।