আমার ছোটবেলা
সুলতানা চৌধুরী পারু ( ইংল্যান্ড )
চুপি চুপি করে পালিয়ে গিয়েছ সেই কবে ;
একটু একটু করে দূরে গিয়েছ।
এখনও বাড়ির আঙ্গিনায় আশে-পাশে
রাস্তার চতুর্দিকে তোমার রেখে যাওয়া স্মৃতি।
পুকুর পাড়ে সেই তোমার রেখে যাওয়া ছুঁয়াছুঁয়ি
প্রকৃতির কারণে হারিয়ে গিয়েছ সেই কবে ;
শুধু আবছা স্মৃতি হয়ে আছো এ হৃদয়ে।
রাস্তার অলিতে গলিতে শুধু রেখে গেছ তোমারি গন্ধ।
জানি এ হৃদয়ে ফিরবে না আর
তবুও তোমার ঘ্রাণ নিয়ে বেঁচে আছি
তোমাকে ভীষণ অনুভব করি প্রতিটা মুহূর্তে অনুভব-অনুভূতি আর স্মৃতি হয়ে বেঁচে থেকো
মধুময় সেই অতীতের স্মৃতি হয়ে। শৈশব-কৈশোরের উতালা সেই দিনগুলি, চোখ বুঝলে যেন সবই দেখা যায়।
এইতো সেদিনের কথা বলে মনে হয়। বাস্তবতা ভিন্ন। জীবনের লম্বা এক সফর, পাড়ি দিয়ে আসা। এরই নাম জীবন।আমার শৈশব ! আমার ছোটবেলা।