আকাশসুনন্দ মন্ডল মনটাকে মরা নদীর মতোমেরে ফেলো না! উদার হয়ে সকলকে জায়গা দিতে শেখো। সেখানে শত দুঃখের কালো মেঘ জমাট হলেওপরমুহূর্তে আলোর রেখা ফুটবে। আনন্দ বিগলিত হৃদয় থেকেক্ষরিত হবে সুখবৃষ্টি।