জানো, আজ থেকে আমরা স্বাধীন
সুনন্দ মন্ডল
(বীরভূম)
কতদিন ওই আকাশ ছুঁয়ে উড়ে যায়নি বলো!
কতদিন নীলের স্পর্শে প্রাণটাকে ধুইয়ে দিইনি!
এভাবেই জীবনের অনেকটা বছর মাস কাটিয়েছি।
বন্দিদশায় আবদ্ধ সংগ্রামে নিজের অস্তিত্বটুকুও দুঃখের শৈবালে আটকে পড়েছিল।
বাঁধন ছাড়া খেয়াল খুশি হারিয়ে খাঁচায় ধুঁকেছি!
আজ উন্মুক্ত মাঠ, খোলা আকাশে মনপাখি ডানা মেলে দিতে চায়, শিকল ছিঁড়ে দারুন উচ্ছ্বাসে।
আজ থেকে আমরা স্বাধীন,
জানো, ঐ আকাশ ছোঁব।
ঐ আকাশ ছোঁব, আর দিগন্তরেখার গা বেয়ে উড়ে যাব ভুল ঠিকানায়।
ভুল করে হলেও আজ সব বাধা ছাড়িয়ে স্বাধীন হয়েছি।
তোমরা কী ভেবেছিলে?
কতদিন এভাবে আটকে রাখতে পারতে!
আমরা মনের জোরে দুটো দানার বদলে দুটো ডানাকে মেলে দিয়েছি।
জানো, আজ থেকে আমরা স্বাধীন!
সত্যিকারের স্বাধীন।