কাগজের পৃথিবী
সুনন্দ মন্ডল
যখন ছোট ছিলাম
সাদা কাগজের পাতায়
আঁকিবুঁকি টানতে টানতে মানচিত্র এঁকেছিলাম।
সেটা আদতে পৃথিবীর মতোই।
সব জায়গা চিহ্নিত করার পারদর্শিতা ছিল না যদিও,
তবু এঁকেছিলাম আদ্যোপান্ত গোটা পৃথিবী।
একদিন অবশ্য কাগজের গোলা পাকিয়ে
গ্লোব তৈরি করেছিলাম।
নিজের মনে মনে খেলাচ্ছলে নাম দিতাম
ভারত, রাশিয়া, চিন, নেপাল, পাকিস্তান, আমেরিকা,
এমনকি ইউরোপ তথা আফ্রিকাও।
তারপর হঠাৎই মনের খেয়ালে তালগোল পাকিয়ে ফেলতাম কিংবা ছিঁড়ে ফেলতাম সেসব।
এখনকার শিশুরাও হয়তো এঁকে থাকে এরকমই।
আজ বড় হয়েছি
বুঝি সেসব শুধুই খেলা ছিল।
আর সেই খেলায় মেতেছে আজকের সমাজের
নামজাদা কিছু মানুষ।
বিবেক খুইয়ে স্বার্থান্ধ হয়ে উন্মত্ত নেশার মতোই
গোটা পৃথিবীকে গ্রাস করে নিচ্ছে।
আমরা যেটা জানতাম,
আগুনের গোলা থেকে পৃথিবীর সৃষ্টি
যার নির্মাতা স্বয়ং বিধাতা!
সেই পৃথিবীকে ছোটদের মতোই
কাগজের মনে করে নিজেদের হাতের তালুতে রাখতে চাইছে।
ভাবছে ইচ্ছেমতো ধ্বংস করা যায়,
ছিঁড়ে ফেলা যায়!
তাই হিংসায় ও হানাহানির দাবানলে পুড়িয়ে ফেলতে চাইছে গোটা মানচিত্র।