শহরের বিষণ্নতা
সুপর্ণা ভাদুড়ী
শিলিগুড়ি
নোনাধরা দেওয়াল জুড়ে দেওয়া এঁটো সেঁটো শ্যাওলার ফুলে
দেওয়ালের বিষন্নতা শহর,
প্রাণে সঞ্চিত ভালোবাসা গুলো অকারণে অভিমানে হারিয়ে যায় তপ্ততায়,
উষ্ণতা নেই, অনাড়ম্বর শুধুই বিলাসিতা,
এগিয়ে যাওয়ার লড়াই,
কেউ হোঁচট খায়, আবিষ্কার করে সুদিন,
কেউ কেউ হোঁচটেই দুমড়ে মুচড়ে হয়ে যায় ধংসস্তুপ,
শহরের মন নেই,
শহরের প্রেম নেই,
শহরগুলো হৃদয় বলতে কিছুই নেই,
শহর বলতেই পয়সার কারবার,
শহর বলতেই কর্পোরেট প্রেমিক,
শহর বলতেই হৃদয়হীনা যত সব অবিলাস,
শহরের যান্ত্রিক পথযাত্রা কেবলই
দ্বিতীয় ঈশ্বরের পিছনে দৌড়ানো,
শহর বলতেই
বুক পকেটে স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানো যুবকের ক্লান্তি,
শহর কেবলই ভোগবাদী জীবন সংগ্রাম…