না ভোলা গোলাপ
উৎপলেন্দু পাল
তোমার দেওয়া বসন্তের গোলাপ থেকে
পাপড়িগুলো ঝরে গিয়েছে খুব দ্রুত
এখন রোজ শুধু কাঁটাগুলোই বেঁধে,
গোলাপের সেই মাদক সুবাস আর নেই
শুধু রয়ে গেছে মনের পুরোনো স্মৃতিতে
তবে কাঁটাগুলো এখন শুকিয়ে বেশ শক্ত,
তবুও আমি তাকে রোজ গোলাপ ভেবেই
জড়িয়ে রাখি বুকের খুব কাছাকাছি
কাঁটার আঘাত পাবার পুরোনো অভ্যাসে।