সন্ধান
উৎপলেন্দু পাল
কোচবিহার
পৃথিবী জুড়ে আজ শুধু মৃতদেহের ভিড়
জীবিতের সন্ধানে আমার দিনাতিপাত,
বিবেক মরে গেলে মানুষের এ দেহ শব
এই ভিড় বেড়েই চলেছে ক্রমাগত।
পচাগলা সমাজের মাত্রা ছাড়া প্রদূষণ
সভ্যতার গায়ে ভয়ঙ্কর কর্কট রোগ,
আমি আঁতিপাঁতি খুঁজেই চলেছি জীবন
মানব সভ্যতার কবরখানার দ্বারে দ্বারে।