ঈশ্বরের অবস্থান
উৎপলেন্দু পাল
তোমরা ঈশ্বরকে বেঁধে ফেলেছো একটা শব্দবন্ধে
তার বিশালত্বকে গুটিয়ে এনেছো একটা চবুতরায়-
সুনিপুন কৌশলে সাজিয়েছ তার বিপণনের ডালি
তার মাহাত্মকে সিঁড়ি করেছো তোমাদের উচ্চাকাঙ্ক্ষায়।
অনন্ত ব্রহ্মান্ডের অধীশ্বর সব জেনেও না জানার ভানে
তিনি নিচ্ছেন অগুনতি সন্তানের ধৈর্যের মহা পরীক্ষা-
তোমাদেরও হয়তো দিচ্ছেন শুধরে নেবার এক সুযোগ
নইলে আবারো হয়তো একটা মহাপ্রলয়ের অপেক্ষা।