আইসো ভাবি
জিয়াবুল হক
বৈস্যা বৈস্যা ভাবি হামি কী হৈবে এই দুনিয়্যার
মানুষজন বাড়ছে, বাঢ়েহেনি তো জমি আর।
বাড়ছে মানুষ, বাড়ছে বেকার খাইদ য্যাইছে ঘৈট্যা
যোগ্যকে চাকরি দিতে সরকার য্যাইছে হৈট্যা।
লতুন লতুন রোগ উবজিছে ঘটছে মানুষের আয়ু
অনিয়মে চৈল্যা চৈল্যা খারাপ জলবায়ু।
মাঠ, ঘাট,ডেরেন, লোদ্দী ভরছে পেলাস্টিকে
এই ব্যাপারে না ভাবলে আর দুনিয়াটা কি টিকে?
ছোট কালের দ্যাখা কত পাখি পড়েনা চোখে
বংশ ক্যান কৈরা বাঢ়বে যুতি খাঁচায় ভরি শখে?
আওয়াজ দূষণ, পানি দূষণ, করনু দূষণ হাওয়া
তাইতো আগকার খাঁটি লিশ্বাস যায়ন্যাখো আর ল্যাওয়া।
বৈস্যা সুইত্যা ভাবি হামি, কি হৈবে এই দুনিয়্যার
মনে থুইও পরিবেশ লিয়্যা অবহ্যালা লয় আর।
পিত্যক দিন সমস্যা বাড়ছে ঝাঁকের ঝাঁক
পরিবেশ বাঁচ্যাইতে সভ্যাই চলো মারি হাঁক।