মনুষত্বের কান্ডারী
জিন্দাদিল
অনেক মিথ্যাচার,
অনেক অপবাদ,
অনেক অত্যাচার,
সাম্য কোথায় ন্যায় কোথায়!
বলছি কি তোদের বল নাই,
শক্তি নেই?
সব অন্যায় মেনে নিচ্ছিস,
মুখ বুজে সহ্য করছিস।
বলছি কবে তোরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবি,
কবে প্রতিবাদের ঢেউ উঠবে,
কবে বিশ্বকে জানান দিবি যে তোরা অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করিস নি।
কবে বিশ্বকে জানান দিবি যে তোরা মরা লাশ না,
তোরা সত্যের সাধক,
তোরা শত্রু-নাশক,
তোরা মানুষের বল।
তোরা মনুষত্বের কান্ডারী।