নিজস্ব সাংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়ির অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে চা বাগানের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয় দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ওই মহিলার নাম শিলা ওরাও। এ দিন বেশ কিছু চা শ্রমিক বাগানে কাজ করতে আসলে, সে মহিলাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের খবর দিলে সেখানে ভিড় জমে যায়।
জানা যায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলা পেটকি এলাকার বাসিন্দা। আরো জানা গিয়েছে, গত কাল সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে ছিলেন, মুদিখানা দোকানের সামগ্রী কিনতে। কিন্তু রাত পর্যন্ত তাকে অনেক খোঁজাখুজি করার পরেও খুঁজে পাননি পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে মিলনগড় এলাকায় একটি চা বাগানের গুমটির পাশে মহিলাকে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায়।
এলাকার বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় ফাঁসিদেওয়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মহিলাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানতরিত করেন।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানা পুলিশ। সেই মহিলা মেডিকেল রিপোর্ট আসার পরে পুরো ঘটনার তদন্ত নামবে বলে জানান ফাঁসিদেওয়া থানা পুলিশ।