অনুশাসন বনাম স্বাধীনতা
কৃষ্ণা সাহা
জয়িতা স্বাধীনতা কাকে বলে কখনো জানেও না বোঝেও না। জানে শুধু অনুশাসন, বারণ, বাধা নিষেধ।কিশোরিবেলা ও শিশুবেলা কেটেছে বাবা এবং দাদাদের অনুশাসনেই। তারপর পিতৃকূল ছেড়ে শ্বশুরকূলে পাড়ি দিতেই স্বামী, শ্বশুর, শ্বাশুড়ির অনুশাসনের নিয়ন্ত্রণে। জীবনের শেষ প্রান্তে এসেও ছেলের সংসারের বাধা নিষেধ। এভাবেই সে যেন অভ্যস্ত হয়ে গেছিলো। এটাই তার জীবনের মানে। স্বাধীনতা নিয়ে সে কখনো মাথা ঘামায় নি তো।
তবে আজ বড়ো নিঃস্ব লাগে নিজেকে। কিছুই তো রইলো না নিজের বলে। পরাশ্রয়ী জীবনটা কেটে গেল। বিনিময়ে নিজের স্বতন্ত্র স্বত্বা কোথাও খুঁজে পায়না জয়িতা।
এখন পুরনো আসবাব পত্রের মতো রয়েছে এক কোণে। আয়নায় নিজের দিকে ভালো করে তাকিয়ে পর্যন্ত দেখা হয়নি কোনদিন নিজেকে। ওমন কত ভাবনা মনে ঘুরপাক খায় অবসরে। তবে কি এই ভাবনাগুলোই স্বাধীনতা? বড্ড জানতে ইচ্ছে করে জয়িতার।