লোকেশ দেবনাথ, নদীয়া: শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রবিবার বিকেলে মন্দির নগরী নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় তৈরি হয়েছে এক অত্যাধুনিক সুইমিং পুল।আজ, রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো অত্যাধুনিক মানের সুইমিং পুলটির। আনুমানিক সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি সুইমিং পুলটি এবার থেকে ব্যবহার করতে পারবেন শহরবাসী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিতে কেটে সুইমিং পুলের উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের কো-অর্ডিনেটর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এর আগে নবদ্বীপ শহরে সুইমিংপুলের কোন সুব্যবস্থা ছিলনা। যার ফলে পৌরসভার পক্ষ থেকে শহরের এক প্রান্তে নতুন সুইমিং পুল উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি শহরবাসী।