নিউজপিডিয়া ডেস্ক : বর্তমান সমাজে পাবজি এক চিরপরিচিত নাম। আট থেকে আশি স্মার্টফোনের দৌলতে সবাই পরিচিত এই নামটির সঙ্গে। কিন্তু এই বহুল পরিচিত মোবাইল গেম পাবজি এবার সর্বনাশ করে বসলো পাঞ্জাবের এক পরিবারের। পাবজির নেশায় পাঞ্জাবের এক কিশোর খোয়ালেন ১৬ লক্ষ টাকা। গেম খেলার সময় বিভিন্ন ড্রেস কিনতে ও বিভিন্ন আপগ্রেড করতে সে এই টাকা ব্যয় করেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ওই কিশোরের বাবা একজন সরকারি কর্মচারী। নিজের ও পরিবারের চিকিৎসার প্রয়োজনে তিনি ওই টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু বাবার জমানো টাকা গেম খেলতে পুরো সাবার করে দিয়েছেন ওই কিশোর। আর সম্পূর্ণটা হয়েছে একান্তই তার পরিবারের অগোচরে। কিশোরের বাবা জানিয়েছে, ছেলে সারাদিন মোবাইল নিয়ে থাকতো। ভাবতাম অনলাইনে পড়াশুনা করছে।
কিশোরের পিতা কর্মসূত্রে বাড়িতে না থাকায় সে সমস্ত লেনদেন তার মায়ের মোবাইল থেকে করতো। আর ব্যাংক থেকে টাকা লেনদেন সংক্রান্ত এসএমএস আসলে সেটা অত্যন্ত চালাকির সাথে মুছে দিত। ফলে তার বাড়ির লোক কিছু টের পেত না। কিন্তু তারা যখন টের পেলেন ততদিনে যা ঘটার সেটা ঘটেই গিয়েছে।
এদিকে সেন্সর টাওয়ার নামে অনলাইন একটি সংস্থা অতি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে। রিপোর্টে দেখা গেছে, করোনা প্রকোপে মানুষ গৃহ বন্দী থাকায় মোবাইল গেমিং এ বেশি করে ঝুঁকছেন। আর তাদের জনপ্রিয়তার তালিকায় শীর্ষে অবস্থান করছে চীনা টেনসেন্ট কোম্পানির পাবজি। তাই নিঃসন্দেহেই বলা যেতে পারে এই বৈশ্বিক মন্দাতেও গেম কোম্পানিটি প্রচুর অর্থ মুনাফা করছে।