অপু দেবনাথ, হলদিবাড়ি: সোমবার গ্রীনলাভার্স হলদিবাড়ির সদস্যরা হলদিবাড়ি শহরের ৪ নং ওয়ার্ডের ধারা নগর কলোনীতে ক্যান্সার আক্রান্ত ওই দুস্থ রোগী ও তার পরিবারের হাতে চাল, সোয়াবিন, তেল, বিস্কুট, সাবান, দুধ সহ বিভিন্ন জিনিস তুলে দেয়। গ্রীনলাভার্স এনজিও-এর সদস্য উজ্জ্বল চ্যাটার্জি বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে হাত বাড়িয়ে দেওয়াটা এক অমূল্য মানবিকতার দৃষ্টান্ত বলে মনে হয়। গ্রীনলাভার্স স্বেচ্ছাসেবীর সংস্থার পক্ষ থেকে তারা দ্রুত আরোগ্য কামনা করি।