সোমনাথ দত্ত, মালবাজার: রাতের অন্ধকারে ট্রেন চালকের প্রখর দৃষ্টি ও তৎপরতায় প্রাণে বাঁচল একটি বুনো হাতি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সেবক ও গুলমা রেলস্টেশনের মাঝে মহানন্দা অভয়ারণ্যর মাঝ দিয়ে চলে যাওয়া রেলপথে। তিস্তা নদীর পরেই অবস্থিত ছোট্ট স্টেশন সেবক। সেবক থেকে রেলপথে শিলিগুড়ির যাওয়ার পথেই পড়ে সবুজ বনাঞ্চল ঘেরা গুলমা রেলস্টেশনটি।

বৃহস্পতিবার দুই রেলস্টেশনের মধ্যের রেলপথে মহানন্দা অভয়্যারণ্যের মধ্যে দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ডাউন আলিপুরদুয়ার শিয়ালদহ স্পেশাল ট্রেনের চালক আশীষ রায় নির্দিষ্ট গতিবেগে যাওয়ার সময়ে বনের মাঝে হঠাৎই লক্ষ্য করেন একটি বুনো হাতি রেললাইনের পাশে ঘোরাঘুরি করছে। চালক আশীষ বাবু তৎক্ষণাৎ ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন। প্রায় মিনিট পাঁচেক ট্রেনটি দাড়িয়ে থাকার পরে হাতিটি বনের মধ্যে ঢুকে গেলে পুনরায় ট্রেন চালিয়ে শিলিগুড়ি অভিমুখে রওনা দেন। চালকের এই তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমী থেকে শুরু করে রেলের কর্তারাও।