বিশেষ প্রতিনিধি: বুধবার কলকাতা শহর জুড়ে আম্ফান তাণ্ডব লীলা চালায়। সবচেয়ে ক্ষতি হয়েছে দুই ২৪ পরগনায়। এক ঘন্টায় প্রায় ১০ হাজার বাড়ি ভেঙেছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এরই মাঝে বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর ওয়ার্লেস পাড়ার মোড়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক মহিলার। আম্ফানের জেরে বিদ্যুতের তার সর্বত্রই ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঐ মহিলা ফুল তুলতে যান আর সেখানেই পায়ে তার জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান ঐ মহিলা।
স্থানীয় দের অভিযোগ, সকালে রাস্তার লাইন চেক না করেই কেন বিদ্যুতের কর্মীরা পাওয়ার দিল। বেশ কিছু তার জলের মধ্যে পরে ছিল তাতেই মৃত্যু হয় ঐ মহিলার। এ বিষয়ে বিদ্যুৎ সংযোগ কর্মীদের বক্তব্য এখনো পাওয়া যায়নি।