নিজস্ব সংবাদদাতা, সিঙ্গুরঃ সিঙ্গুর ব্লক ক্লাব প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়ে গেলো নারীদের সচেতনতা বিষয়ক বিশেষ এক সেমিনার। এই সেমিনারে সেমিনারে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, তার সাথে সাথে উপস্থিত ছিলেন সিঙ্গুর হরিপালের বিধায়িকা করবি মান্না, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং আরো অনেক সদস্য বৃন্দ।
এই সেমিনারের মুখ্য বক্তা ছিলেন অভিনেত্রী এবং সমাজ সেবিকা পায়েল সরকার। পায়েল সরকার প্রজেক্টটারের মাধ্যমে গোটা কয়েক মানুষের সামনে প্রাকটিকাল ভাবে এই প্রকল্প টিকে তুলে ধরলেন। অ্যাসিড আক্রান্ত মেয়েদের থেকে শুরু করে যে সব মেয়েরা নিয়মিত ঋতুচক্রের শিকার হচ্ছে তাদের উদ্দেশ্যে এই প্রকল্প – যার নাম নবজীবন প্রকল্প।
আজ এই সেমিনারের মাধ্যমে সকল মানুষকে অথবা সকল মেয়েদেরকে এক জোটবদ্ধ হয়ে থাকার প্রতিশ্রুতি দিলেন যাতে কোনোদিন কোনো মেয়েদের কে কোনরকম প্রতিদ্বন্দ্বিতার শিকার হতে না হয়। পায়েল সরকার বুঝিয়ে দিলেন ” আমরা নারী – আমরা সব পারি”। আজও কেনো একজন অ্যাসিড আক্রান্ত মেয়েকে যৌণ হেনস্থার শিকার হতে হয় , কেনো আজও ঋতুচক্র চলাকালীন একটি মেয়েকে দেখে আজও হাসাহাসি করা হয়, কেনই বা একজন দেহকর্মীর সন্তানের মাথা উচুঁ করে বাঁচার অধিকার নেই, এই সব কিছুই ছিল সিঙ্গুর ক্লাবের সেমিনারের মূল বিষয়।