নিউজপিডিয়া ডেস্ক: একজন ব্যক্তিকে গাছে বেঁধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়। ৪ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে নাবালিকা ছাত্রী অপহরণের অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার লুধিয়ানার বোনকার গুজরান গ্রামের স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে একটি গাছে বেঁধে রাখে। সেই সাথে তাকে জুতোর মালা পরানোও হয়েছিল। এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ার আগেও অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছিল বলে অভিযোগ।
স্থানীয় এসএইচও বলেছেন, ‘ওই ব্যক্তি একটি নাবালিকা মেয়েকে অপহরণ করেছিল এবং তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন যে, ‘খবর পেয়ে আমরা তাকে গ্রেপ্তারের জন্য ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই ওই ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়েছিল গ্রামবাসীরা।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ ব্যাপারে চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।