নিউজপিডিয়া ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন আপ পার্টির এমএলএ অতিশী। ৩৯ বছরের অতিশী দক্ষিণ দিল্লীর কালকাজির নির্বাচিত প্রতিনিধি। মঙ্গলবার অতিশীর করোনা টেস্ট করা হয়। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। স্বল্প উপসর্গ থাকায় তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন।
অতিশী সহ এখন পর্যন্ত আপ পার্টির মোট তিন এমএলএ করোনায় আক্রান্ত হয়েছেন। অপর দুইজন হলেন বিসেস রবি( কারল বাগ) এবং রাজ কুমার আনন্দ(পটেল নগর)। দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লী কেজরিওয়াল আজ টুইট করে অতিশীর সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, ” অতিশী দেবী করোনার বিরুদ্ধে লড়ছেন। দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন।” দিল্লির গ্রেটার কৈলাশের এমএলএ সৌরভ ভরদ্বাজ বিকেলে টুইট করেন। তিনি বলেন, ” দ্রুতই সুস্থ হয়ে উঠুন অতিশী ও অক্ষয়(আপ সদস্য যিনি করোনা পসিটিভ)। করোনা থেকে তাঁরা আরোগ্য লাভ করুন”।
দিল্লিতে করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অতিশীও কাজ করছেন।
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রীর জ্বর ও গলা ব্যথা দেখা দিলে করোনা টেস্ট করানো হয়। রিপোর্ট নেগেটিভ এলেও তিনি নিজেকে আইসোলেটেড করে রেখেছেন বলে জানা গিয়েছে।