নিউজপিডিয়া ডেস্ক: দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের হিসেবে জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে সোমবার ভারত উঠে এসেছিল বিশ্বের সপ্তম স্থানে। সেই বৃদ্ধির ধারা মঙ্গলবারও অব্যাহত আছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৯ হাজার তিনশ ৪৩ জন। আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।
আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে ভারতে। মোট মৃত্যুর নিরিখে চীন ও রাশিয়াকে আগেই টপকে গিয়েছিল ভারত। এখন পর্যন্ত মারা গেছে পাঁচ হাজার ছয়শ দশ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে, কভিড-১৯-এর কারণে দেশে মোট মৃত্যুর মধ্যে মহারাষ্ট্রেই দু’হাজার ৩৬২ জন মারা গেছে। গুজরাটে এক হাজার ৬৩ জন এবং রাজধানী দিল্লিতে মোট ৫২৩ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৩৫৮), পশ্চিমবঙ্গ (৩২৫), উত্তরপ্রদেশ (২১৭), রাজস্থান (১৯৮), তামিলনাড়ু (১৮৪)।