নিউজপিডিয়া ডেস্কঃ রাজ্যজুড়ে জায়গায় ফুটে উঠেছে অশান্তির চিত্র। দুপুর দুটো দশ নাগাদ ডাউন বারাসাত হাসনাবাদ লোকাল কাজিপাড়া রেলস্টেশনে ঢোকার মুখে ট্রেনের মধ্যেই অ্যাসিড বাল্ব ফেটে বিস্ফোরণ ঘটে। এর ফলে ট্রেনের মধ্যে থাকা ৫ জন গুরুতর জখম হয়েছেন। এবং একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়েই ট্রেন থেকে লাফ মারতে থাকে শুরু করে ট্রেনের যাত্রীরা।
বারাসাত জিআরপি থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। ট্রেনের মধ্যে কে বা কারা এগুলো নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান ভোটের কারণেই কেউ বা কারা এই অ্যাসিড বাল্ব গুলো নিয়ে যাচ্ছিল। কোনও কেন্দ্রে এগুলো বিস্ফোরণ হলেও বড়সড় ঘটনস ঘটতে পারত। এই ঘটনায় কিছুটা হলেও পুলিশের আরও সজাগ থাকা উচিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।