নিউজপিডিয়া ডেস্কঃ রায়দিঘি থেকে আর ভোটে লড়তে চান না তৃণমূল বিধায়ক-অভিনেত্রী দেবশ্রী রায়, বুধবার এমনটাই জানালেন তিনি। তবে রাজনীতির ময়দানেই থাকবেন। অন্য কোথাও অন্য কোনওখানে প্রার্থী হতে চান। এমন ইচ্ছা প্রকাশ করেই তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন তিনি।
তবে তাঁর এমন ভাবনার পিছনে কারণ কী জানতে চাইলে একটি ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ব্যক্তিগতভাবে আর রায়দিঘিতে দাঁড়াতে চাইছি না। অনেক বিরক্ত হয়েছি। টোটো কেলেঙ্কারি নিয়ে অনেক অপবাদ দেওয়া হয়েছে। তাই আর ওখানে দাঁড়াতে চাইছি না।” সাংবাদিকদেরও তিনি জানান, দলের সঙ্গে তিনি এ ব্যাপারে কথা বলবেন। এবার আর তিনি রায়দিঘি থেকে প্রার্থী হতে চান না। তবে রাজনৈতিক ময়দানে অবশ্যই থাকবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দেবশ্রীর গড় রায়দিঘিতে গিয়ে শোভন-বৈশাখী দেবশ্রী রায়ের নামে তীব্র সমালোচনা করেন। তারকা সাংসদ দেবশ্রী রাজনীতি এবং অভিনয় জগৎ দুটো ক্ষেত্রেই ব্যর্থ বলেও তোপ দাগেন। টোটো কেলেঙ্কারি নিয়েও তাঁকে নানান অপবাদ দেন। এর পাল্টা হিসেবে দেবশ্রী রায় বৈশাখীর নামে মানহানির মামলা করেন আলিপুর আদালতে গিয়ে। ফলে মনে করা হচ্ছে এসবের জন্যই তিনি রায়দিঘি থেকে আর দাঁড়াতে চাইছেন না।