নিউজপিডিয়া বিনোদন ডেস্ক : আজ প্রকাশিত হয়ে গেল টলি অভিনেত্রী পায়েল সরকারের নতুন উপন্যাস “বাস্তব- ওয়ান্টেড রিয়েলিটি ২০২০”। প্রকাশের এক দিন আগে থেকেই শুরু হয়েছিল প্রি-বুকিং। ইতিমধ্যেই গত ২৪ ঘন্টায় ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে বুকিং। ফলে রেকর্ড ব্রেক করে বড়ো সাফল্য পেল ‘বাস্তব’।
বাস্তবের লেখিকা পায়েল সরকার একাধারে যেমন অভিনেত্রী, নৃত্যশিল্পী তেমনি সমাজসেবীও। তাঁর বাস্তব এর মাধ্যমে এক নারী চরিত্রকে ফুটিয়ে সমাজের এক নতুন দিগন্ত তুলে ধরেছেন। নিউজপিডিয়ার মুখোমুখি হয়ে পায়েল সরকার জানান, “এই উপন্যাসটি আমার ঠাম্মি (মা) প্রয়াত বীণা সরকার কে ঘিরে। ঠাম্মি ছিলেন আমার জীবনের সব চেয়ে বড়ো ইন্সপিরেশন। জন্ম মৃত্যুর মূল মন্ত্রটি প্রথম শিখেছিলাম আমার ঠাম্মির কাছ থেকেই।” তিনি আরো বলেন তাঁর ঠাম্মির শেখানো মূল মন্ত্র দিয়েই সকল মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আর এইসব কিছু থেকে ‘বাস্তব’ এর সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
‘বাস্তব’ প্রকাশের পাশাপাশি পায়েল সরকার কে সোনার বাংলা চ্যানেলের পক্ষ থেকে ২০২০ সালের ‘সেরা নারী শিরোপা’ তে ভূষিত করা হয়। এছাড়া মেডেল ও একটি শাড়ির মাধ্যমে সম্মাননা দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি লন্ডনের ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড থেকে ৪১ তম সেমিনারে বেস্ট সোশ্যাল ওয়ার্কার ২০২০ তে ভূষিত হয়েছেন। রিলিজের প্রথম দিনেই ‘বাস্তব’ যতটা আলোড়নের ছাপ ফেলেছে মানুষের মনে, পরবর্তীতে তা যে সফলতার শীর্ষে পৌঁছবে তা আর বলার অপেক্ষা রাখে না।