নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কোচবিহারে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় ফের নতুন করে আক্রান্ত ১২ জন। যার মধ্যে কোচবিহার সদরের ২, দিনহাটা ১, মাথাভাঙ্গার ৯ জন করে রয়েছেন বলে জানা গিয়েছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৯। মোট অ্যাক্টিভ কেস ৩০১।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে কোচবিহার জেলা জুড়ে প্রায় বহুদিন ধরেই লকডাউন চলছে। তবে চলতি সপ্তাহের সোমবার প্রশাসনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে ৫, ৬, ৭, ৮ পুরো জেলা জুড়ে লকডাউন কার্যকর হবে। এই লকডাউনে শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানানো যাচ্ছে।