নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। গতকাল একদিনে করোনায় আক্রান্ত হয়েছিল ৮৩ জন। আর তারপরই ফের জেলায় নতুন করে ৩৪ জনের শরীরে এই মারণ ভাইরাসের হদিস মিলেছে। নতুন আক্রান্তদের মধ্যে কোচবিহার সদরের ১৪, দিনহাটা ১১, মেখলিগঞ্জ ৬ ও মাথাভাঙায় ৩ জন রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। পাশাপাশি এদিন করোনাকে হারিয়ে জেলায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারেও আশার আলো দেখছেন কোচবিহার বাসী।
এনিয়ে কোচবিহারে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৪৮। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮৪। মোট অ্যাক্টিভ কেস ২৬৪।
সাম্প্রতি, কোচবিহার জেলায় গতকাল পর্যন্ত মোট ১৫৩ টি কন্টেনমেন্ট জোন অ্যাক্টিভ রয়েছে। গতকালের হিসাবনুযায়ী কোচবিহার সদরে ৩৫ টি কন্টেনমেন্ট জোন আছে। যার মধ্যে কোচবিহার ১ নং ব্লকের পুরো এলাকা, এছাড়াও কোচবিহার ২-এ ৩৩ টি এবং কোচবিহার পৌরসভার ২০ টি ওয়ার্ড। এছাড়াও তুফানগঞ্জ মহকুমায় ২৬ টি। দিনহাটায় ৩৩ টি। মেখলিগঞ্জে ৯ টি। মাথাভাঙায় ২১ টি। এছাড়াও শীতলখুচি, সিতাইও রয়েছে বলে জানা গিয়েছে।