নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৮৬ বছর পর তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আজ প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হল। এই নামাযে অংশগ্রহণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সহ কয়েক হাজার মুসল্লি। মহিলা মুসুল্লিরাও অংশ নেন। নামাজে ইমামতি করেন তুরস্কের ধর্মমন্ত্রী প্রফেসর ড. আলী এরবাস।
জানা গেছে, শুক্রবার জুমা নামাজ আদায়ের জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ আয়া সোফিয়ায় আসতে থাকেন ১১টি চেকপোস্ট দিয়ে। মুখে মাস্ক এবং পৃথক জায়নামাজ সহ মুসল্লিরা আয়া সোফিয়ার চত্বরে প্রবেশ করে। মসজিদ চত্বরে ৭৩৬ জন স্বাস্থ্যকর্মী ১০১টি গাড়ি নিয়ে মোট ১৭টি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি হেলিকপ্টারও সেই কাজে নিয়োজিত রয়েছে।
আয়া সোফিয়ার সমস্ত চত্তর মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নামাজের পূর্বে ইস্তাম্বুলের গভর্নর আলি এক ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, করোনায় সামাজিক দূরত্ব বিধি নিষেধ অনুসরণ করতে নতুন করে কোনো মুসল্লিকে সুযোগ দেয়া হবে না। তার পরেই দেশটির ধর্মমন্ত্রী প্রফেসর ড. আলী এরবাসের ইমামতিতে নামাজ শুরু হয়।
গত ১০ জুলাই তুরস্কের আদালত ১৯৩৪ সালে আয়া সোফিয়াকে জাদুঘর বানানোর ডিক্রি বাতিল করে মসজিদে রূপান্তরিত করার রায় দেন। যার মাধ্যমে আয়া সোফিয়াকে আবারও মসজিদে রূপান্তরের সুযোগ তৈরি হয়। কোর্টের সেই রায়ের সূত্র ধরে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছিলেন, এই স্থাপনাটি ২৪ জুলাই মসজিদ হিসেবে খুলে দেয়া হবে।
উল্লেখ্য, ইস্তাম্বুল বিজয়ের আগে ৯১৬ বছর আয়া সোফিয়া গির্জা ছিল।১৯৩৪ সালে কামাল আতাতুর্কের শাসনামলে মসজিদটিকে জাদুঘরে রূপান্তর করা হয়।