নিউজপিডিয়া ডেস্ক: প্রায় তিন দশক পর কোনও কাশ্মীরি সদস্যহীন হল রাজ্যসভা। দীর্ঘ ২৭ বছর পর এমন অবস্থা দেশের সংসদের উচ্চকক্ষের। তৃতীয়বারের মতো এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরের চার জন সদস্যের মেয়াদ সমাপ্ত হওয়ার পরে সম্প্রতি এই পরিস্থিতি দেখা দিয়েছে।
সম্প্রতি রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরের যে চার সদস্যের মেয়াদ শেষ হয়েছে তাঁরা হলেন- পিডিপি দলের মীর মোহাম্মদ ফায়াজ ও নিয়জ আহমেদ, কংগ্রেসের গোলাম নবী আজাদ এবং বিজেপির শমসের সিং। সরকার এখানে শিগগিরই নির্বাচন করবে বলে আশাবাদী সদ্য মেয়াদ পূর্ন করা মীর ফয়েজ। এর আগে ১৯৯৪ এবং ১৯৯৬ সালেও রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের কোনও প্রতিনিধি ছিল না।
২০১৮ সালের ২১ নভেম্বর জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দিয়েছিলেন রাজ্যপাল। ছয় মাসের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কিছু কারণে তা সম্ভব হয়নি। তবে সংসদীয় অঞ্চলগুলির পরিবর্তন একটি কারণ ছিল। অপরদিকে লাদাখ একটি নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় সেখানেও একটি নতুন সংসদ গঠিত হবে। বর্তমানে উভয় স্থানে রাজ্যসভার সদস্য নির্বাচিত করার পর্যাপ্ত ভিত্তি নেই। তাই কিছু সময়ের জন্য দেশের সংসদের উচ্চকক্ষ এই দুই রাজ্যের প্রতিনিধি থেকে বঞ্চিত থাকবে।
ভূ-স্বর্গে বিধানসভা বিভাগের পরিবর্তনগুলি চলতি বছরের মার্চ মাস নাগাদ শেষ হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্যসভার পিডিপি’র প্রাক্তন সংসদ সদস্য মীর মোহাম্মদ ফায়াজ জানিয়েছেন যে, ‘কেন্দ্রীয় সরকার সম্প্রতি জেলা উন্নয়ন কাউন্সিল ও পঞ্চায়েতের জন্য নির্বাচন পরিচালনা করলে এমন পরিস্থিতি তৈরি হত না। এই নির্বাচনগুলিতে পরিস্থিতি স্বাভাবিক ছিল।’