
বিহির আলম: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রূপান্তরকামীদের কাছে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি রেলগেট এলাকায় গিয়ে ১৩০ জন রূপান্তরকামীদের চাল, ডাল, তেল আলু সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সেখানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল, কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়।
এদিন ওই খাদ্য সামগ্রী পেয়ে খুশি রূপান্তরকামীদের পক্ষে সুমি দাস মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সমাজে সবসময় বঞ্চিত।গতকাল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী আমাদের কথা বলেছেন। আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী খাদ্য সামগ্রী নিয়ে আমাদের কাছে এসেছেন। তাঁদের সকলকে ধন্যবাদ জানাই।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। তিনি সমস্ত স্তরের দুঃস্থ অসহায় মানুষের কথা মাথায় রেখে কাজ করেন। তিনি চান না এই পরিস্থিতিতে কেউ অনাহারে থাক। তাই তাঁর নির্দেশ মেনে আমরা এই খাদ্য সামগ্রী দিতে এসেছি।”
মূলত বিভিন্ন অনুষ্ঠানে, ট্রেনে বাসে সাধারণ যাত্রীদের কাছ থেকে সহায়তা নিয়েই রুটিরুজির ব্যবস্থা করেন বেশিরভাগ রূপান্তরকামী মানুষজন। কিন্তু লকডাউনের পরে সেই উপার্জন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ফলে সমাজের অন্যান্য অংশের মানুষের মত রূপান্তরকামীদেরও একই সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু সংখ্যায় খুব বেশী নয় বলে এদের সেভাবে কেউ মনে রাখেন না। ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করে এই মানুষ গুলোর প্রসঙ্গ উল্লেখ করেছেন।