উজির আলি, চাঁচল: দীর্ঘ প্রতিক্ষার অবসান, আটবছর পর হাইমাদ্রাসা পেল প্রধান শিক্ষিকা। শনিবার মালদহের চাঁচল-২ নং ব্লকের চাঁন্দুয়া-দামাইপুর হাইমাদ্রাসায় নয়া প্রধান শিক্ষিকা যোগ দিতেই উচ্ছসিত হয়েছে পড়ুয়ারা সহ গোটা এলাকাবাসী। নবনিযুক্ত প্রধান শিক্ষিকা ফরিদা বেগম মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিশে কালিয়াচক-৩ নং ব্লকের জয়েনপুর হাইমাদ্রাসায় শিক্ষিকা পদ থেকে বদলি যোগ দিয়েছেন প্রধান শিক্ষিকা পদে।
এদিন মাদ্রাসায় যোগ দিতেই শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায় প্রধান শিক্ষিকা।
এদিন বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেনের কাছ নিজের দায়িত্বভার গ্রহন করে ফরিদা বেগম।
এদিন নয়া প্রধান শিক্ষিকার যোগদান অনুষ্ঠানে সামিল ছিলেন, চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা ছাড়াও ছিলেন মাদ্রাসার বর্তমান প্রশাসক তথা খরবা-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তারক মন্ডল, সমাজসেবী আফসার হোসেন, জিনাত আলি, জাকির হোসেন, শিক্ষক মুরতুজ আলম সহ অনেকে।