নিউজপিডিয়া ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া হল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় দিল্লির স্যার গঙ্গারাম ৩০ জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত শুক্রবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, রুটিন কিছু পরীক্ষা-নীরিক্ষা করার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, সত্তরোর্ধ্ব সনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাঁকে। এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লির এই হাসপাতালেই একবার ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে।