নিউজপিডিয়া ডেস্ক : বেলাগাম করোনা বন্ধ করেছে স্থানীয় মদের দোকান। কিন্তু, তর সইছিল না স্থানীয়দের। ফলে, গ্রামের অনেকেই স্থানীয় ঔষধের দোকান থেকে সংগ্রহ করে হ্যান্ড স্যানিটাইজার। আর, সেই সেবনেই অকালে ঝরে গেল ১৩টি প্রাণ। এমনই ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কুড়িছেদু গ্রাম। বার্তা সংস্থা এএনআই এর কাছে ফোনে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপ-পুলিশ সুপার(ডিএসপি) কে প্রকাশ রাও। তিনি জানিয়েছেন, “কুড়িছেদুতে দুটি সরকারী মদের দোকান প্রায় ১০ দিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু সেই গ্রামে প্রায় ৬০ জন করোনা পজিটিভ কেসের সন্ধান পাওয়া যায়। ফলে, গ্রামবাসীরা মেডিকেল শপগুলি থেকে স্যানিটাইজারের বোতল কিনতে শুরু করে এবং সেগুলি গ্রহণ শুরু করে। এই জাতীয় একাধিক খালি বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।”
এর আগে শুক্রবার, পুলিশ জানিয়েছিল যে সেখানে স্যানিটাইজার গ্রহণের পরে ৯ জন মারা গিয়েছিল। নিহতদের মধ্যে তিন ভিক্ষুক, তিনজন রিকশা চালক এবং তিনজন দিনমজুর (কুলি) রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছে ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারার অধীনে। বিষয়টির একটি পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।