নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৮৬ বছর পর তুরস্কের বিখ্যাত জাদুঘর হাজিয়া সোফিয়ায় আজান দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্টের একটি ডিক্রিতে সই এর মাধ্যমে ইস্তাম্বুল শহরে অবস্থিত জাদুঘরটি মসজিদে রুপান্তর হয়েছে। তুর্কী আদালত এক রায়ে জানিয়েছে, একসময়ের এই গির্জাকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত সঠিক ছিল না। আদালতের ওই রায়ের পরই দেড় হাজার বছরের পুরোনো হাজিয়া সোফিয়ায় দীর্ঘ ৮ দশকেরও পর আজান দেওয়া হয়। যদিও দেশটির আদালতের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে রাশিয়ার অর্থোডক্স চার্চ।

এদিকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আদালতের এমন রায়ের পর নামাজ পড়ার জন্য হাজিয়া সোফিয়াকে খুলে দেওয়ার কথা বলেন। এক ট্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, হাজিয়া সোফিয়ার সম্পত্তি ‘দিয়ামাত’ বা তুর্কী ধর্মীয় বিষয়ক দফতরকে হস্তান্তর করা হবে।
তুরস্কের ইসলামপন্থীরা দীর্ঘদিন ধরে হাজিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের দাবি জানিয়ে আসলেও ধর্মনিরপেক্ষপন্থীরা তার বিরোধিতায় ছিলেন।
উল্লেখ্য যে, দেড় হাজার বছর পূর্বে এটি একটি প্রধান গির্জা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকদের দ্বারা এটি মসজিদে রুপান্তরিত হয়েছিল। পরবর্তীতে ১৯৩৪ সালে জাদুঘরে পরিণত হয়েছিল হাজিয়া সোফিয়া। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য স্থাপনাও।