রবিউল হোসেন: যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার পর বয়ে গেছে অনেক জল। বিশ্বের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি দীপিকা পাডুকোনও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর কোনো ফর্সা হওয়ার ক্রিমে বিজ্ঞাপন করবেন না। এছাড়াও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন। এবার সেই তালিকায় নাম লেখালো জনপ্রিয় ত্বক ফর্সা করার ক্রিম ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম। তারা জানিয়ে দিয়েছে তারা তাদের ক্রিমের নাম পরিবর্তন করে ফেলেছে। এবার থেকে ‘গ্লো অ্যান্ড লাভলি’এই নামেই এখন ক্রিমটি পরিচিত পাবে।
কৃষ্ণাঙ্গ হত্যার আন্দোলনের প্রতিবাদে গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শুরু হলে গ্লোবাল ব্র্যান্ড ইউনিলিভার জানায়, তারা তাদের ফর্সা করার ক্রিমগুলোর নাম পরিবর্তন করবে। সেই সূত্রে, সংস্থার ভারতীয় শাখা হিন্দুস্থান ইউনিলিভার ব্র্যান্ড জানায়, তাদের ক্রিমের নাম পরিবর্তনের কথা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থনে তারা তাদের ক্রিমের নামে ফেয়ার শব্দটি আর ব্যাবহার করবে না। এছাড়াও পুরুষদের জন্য ফর্সা করার ক্রিম ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ এর নাম বদলে হচ্ছে ‘গ্লো অ্যান্ড হ্যান্ডসাম’।
হিন্দুস্থান ইউনিলিভারের চেয়ারম্যান সঞ্জীব মেহতা বার্তা সংস্থা রয়টর্সকে জানান, ‘আমরা আমাদের স্কিন কেয়ার পোর্টফোলিওকে আরো বিস্তৃত, আরো বৈচিত্র্যময় রূপে সাজিয়ে তুলতে চাচ্ছি।’ তিনি আরও জানান,আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের ব্র্যান্ড নাম পরিবর্তনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমতির অপেক্ষায় ছিলাম। সর্বোচ্চ সংস্থার আসার পরেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম।