নিউজপিডিয়া ডেস্ক: সোমবার গভীর রাতে বিশাখাপত্তনমের পারওয়াদার জেএন ফার্ম সিটিতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আগুন লাগায় কমপক্ষে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিশাখাপত্তনমের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিসিপি) সুরেশবাবু জানিয়েছেন, আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল এবং এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন।
তিনি আরও বলেন, “সোমবার রাত সাড়ে দশটার দিকে ‘র্যামকি সিইটিপি সলভেন্টস প্রাইভেট লিমিটেড’ এর একটি ইউনিটে আগুন লাগে। ঘটনার সময় ৩ জন শ্রমিক কর্মরত ছিলেন। ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন।”
“কমপক্ষে ৯০ শতাংশ আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজ চলছে। বিষয়টি তদন্ত করা হবে।” আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে আগুন নেভানোর রাজ্যের ৭টি এবং স্থানীয় ৩টি মিলিয়ে মোট ১০টি দল পৌঁছেছিল।
উল্লেখ্য যে, গত ৭ মে বিশাখাপত্তনমের আরআর ভেঙ্কটাপুরমের একটি গ্রামের কাছে এলজি পলিমার প্ল্যান্ট থেকে স্টাইরিন গ্যাস লিক হওয়ার কারণে ১১ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং ৬০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
৩০ শে জুন পাড়াওয়াদা এলাকার সাইনর লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের একটি ইউনিটে বেনজিমিডাজোল গ্যাস লিকের অপর এক ঘটনায় দুজন কর্মচারী নিহত ও চারজনকে আক্রান্ত হয়েছিলেন।