লোকেশ দেবনাথ, শান্তিপুর: শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে মৃত্যুর হুমকি দিয়ে আবারও পোস্টার নদিয়ার শান্তিপুরে। গত তিনদিন আগে “অরিন্দম এবার শান্তিপুর ছেড়ে পালা”, এই ভাবেই কটুক্তিকর পোস্টার পড়াকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল শান্তিপুরে। আজ আবারও মৃত্যুর হুমকির পোস্টার ঘিরে চাঞ্চল্য, শুক্রবার সকাল হতেই শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুর এলাকায় ও শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুর এলাকায় শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দিয়ে কে বা কারা পোস্টার লাগায়।

যা দেখামাত্রই গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, “গত তিনদিন আগে আমার বিরুদ্ধে কটুক্তিকর মন্তব্য করে পোস্টার মারা হয়েছিল, আজ আবার আমাকে মৃত্যুর হুমকি দিয়ে পোস্টার, এটা তৃণমূলের চক্রান্ত। আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আমি যদি বিধানসভা ভোটে শান্তিপুর বিধানসভার টিকিট পাই তাহলে তৃণমূল কংগ্রেস ভোটের প্রতিদ্বন্দিতায় আসতে পারবে না। এছাড়াও তৃণমূল কংগ্রেসের এখন পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই কারণে একের পর এক আমার বিরুদ্ধে পোস্টার ও মৃত্যুর হুমকি দিয়ে পোস্টার মারা হচ্ছে শান্তিপুরের বিভিন্ন জায়গায়।” যদিও এ নিয়ে তৃণমূলের কোনো মন্তব্য পাওয়া যায় নি।