
দ্য থার্ড আই ডেস্ক: গতকাল বিশাখাপত্তনমে ভাইজাগের অন্তর্গত এলজি পলিমার থেকে নির্গত বিষাক্ত গ্যাসে মৃত্যু হয় ১১ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হাজারেরও অধিক। এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৪ ঘন্টার মধ্যে আবারও গ্যাস লিক হতে দেখা যায়। বৃহস্পতিবার রাতে প্ল্যান্ট থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। নিমেষেই আতঙ্ক ছড়িয়ে পরে এলাকাবাসীর মধ্যে। প্ল্যান্ট থেকে ২-৩ কিমি এলাকার তাপমাত্রা বেড়ে যায়। ঘটনাস্থলে দমকলকর্মী ও এনডিআরএফ কর্মী পৌছে পরিস্থিতি সামাল দেন। যদিও নতুন করে গ্যাস লিক হয়নি বলে দাবি ঐ রাসায়নিক সংস্থার। সূত্রের খবর, গতকাল ঐ ঘটনার পর জাতীয় বিপর্যয় কমিটির সদস্য এবং দমকলকর্মীরা স্থানীয় বাসিন্দা দের নিরাপদ দুরত্বে নিয়ে যান। দমকল আধিকারিক সুরেন্দ্র আনন্দ জানান জরুরি পরিষেবার কথা ভেবে সেখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। এছাড়া ১০ টি দমকল ইঞ্জিন ও ফোম টেন্ডার ও রয়েছে বলেও জানিয়েছেন।