নিউজপিডিয়া ডেস্কঃ “ওই আইনগুলির মাধ্যমে কৃষকদের সামনে কেবলমাত্র একটি বিকল্প ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এটা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। কৃষি ক্ষেত্রে নতুন ব্যবস্থার বদলে কৃষকেরা যদি পুরোনো ব্যবস্থায় মুনাফা পান, তাঁরা সেটাই ব্যবহার করতে পারেন। কৃষকদের কাছে যেখানে খুশি ফসল বিক্রির সুবিধা রয়েছে।” বুধবার সংসদে দাঁড়িয়ে কৃষি আইন নিয়ে মুখ খুলে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষক আন্দোলনের শুরু থেকেই এই নিয়ে খুব একটা মুখ খোলেননি মোদী। তবে আজ, বুধবার সংসদে দাঁড়িয়ে কৃষি আইন বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বলে জানালেন নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, কেন্দ্রের প্রবর্তিত ৩ টি কৃষি আইন বাতিলের দাবিতে গত দুমাসের বেশি সময় ধরে দিল্লি- হরিয়ানা সীমান্তে আন্দোলনরত বিভিন্ন রাজ্যের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে আগে ১১ দফা বৈঠক হলেও মেলেনি কোনও রফাসূত্র। এই নিয়ে কেন্দ্রকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অনেক। তবে এই কৃষি আইন নিয়ে কৃষকদের সমস্যা কোথায় তা জানতে চেয়ে কৃষকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “কৃষকদের কাছে জানতে চাই, নতুন ব্যবস্থায় কি তাঁদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে? এই আইনের মধ্যে দিয়ে আগের থেকে কিছু কি সরিয়ে নেওয়া হয়েছে? কি হয়েছে?” প্রধানমন্ত্রী সুর নরম করে আরও বলেন, “এই আইনে কোনও খামতি থাকলে তা বদলে ক্ষতি নেই।”
এদিন সংসদে বিরোধীদেরকেও নিশানা করে বলেন, “কৃষি আইন নিয়ে দেশ জুড়ে গুজব ছড়ানো হয়েছে। দিল্লির বাইরে যে কৃষক ভাইবোনেরা বসে রয়েছেন, তাঁরা এই গুজবের শিকার। কৃষি আইন নিয়ে যে সমস্ত ভুল ধারনা ছড়ানো হয়েছিল, তাঁর শিকার হয়েছেন ওঁরা।”