নিউজপিডিয়া ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় কেরলের কোঝিকোড়ের করিপুর বিমানবন্দরে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। ওই বিমানে সব মিলিয়ে ১৯০ জন মানুষ ছিলেন। বিমানটি দুবাই থেকে ফিরছিল। বন্দে ভারত মিশন প্রকল্পে দুবাই থেকে অনাবাসী ভারতীয়দের দেশে ফেরায় বিমানটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অবতরণের সময় রানওয়ে পার করে ছিটকে পড়ে বিমানটি। বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে গিয়েছে। ঘটনাস্থলেই দুজন পাইলটের মৃত্যুর খবর পাওয়া যায়।
#WATCH Kerala: Dubai-Kozhikode Air India flight (IX-1344) with 190 people onboard skidded during landing at Karipur Airport today. (Video source: Karipur Airport official) pic.twitter.com/aX90CYve90
— ANI (@ANI) August 7, 2020
পাশাপাশি, আরও কয়েকজন যাত্রী নিহত হয়েছেন বলে খবর। অন্তত ৪০ জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। রানওয়েতে অবতরণের পরও থামতে পারেনি বিমানটি। প্রচন্ড গতিতে বেরিয়ে যাওয়ার পরই সংঘর্ষে দুই টুকরো হয়ে যায় বিমানটি।