নিউজপিডিয়া ডেস্ক, ১২ জুলাইঃ অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের পর এবার করোনা পসিটিভ হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। তবে জয়া বচ্চন এর রিপোর্ট নেগেটিভ এসেছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপ টুইটারে শেয়ার করে একথা জানিয়েছে। রবিবার টুইটারে তোপ লিখেছেন, “শ্রীমতী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য্যা অভিষেক বচ্চন কোভিড ১৯-পসিটিভ শনাক্ত হয়েছেন। শ্রীমতী জয়া বচ্চনজীর কোভিড ১৯ রিপোর্টে নেগেটিভ। বচ্চন পরিবার শীঘ্রই সুস্থ হয়ে উঠুক এটাই চাই ”।
বিএমসি অনুসারে, আরটি-পিসিআর পরীক্ষার জন্য গতকাল ঐশ্বরিয়া এবং আরাধ্যার সোয়াব টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট আজ এসেছে। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দ্বিতীয়বারের জন্য তাঁর করোনা টেস্ট করানো হবে বলে জানা গিয়েছে।