জাহাঙ্গীর আলম, কোচবিহার : সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে দিশেহারা। করোনা ভাইরাস কে প্রতিহত করতে ভারতীয় সরকার সারা দেশে লক-ডাউন ঘোষনা করেছে। এর জেরে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া অসহায় পরিবারের মানুষগুলো। সরকার রেশনে ফ্রিতে খাদ্যদ্রব্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কিছু সহৃদয়বান ব্যক্তি এগিয়ে এলেও, অনেক পরিবারের কাছে সেভাবে খাদ্য দ্রব্য পৌঁছাচ্ছেনা।তারা যাতে না খেতে পেয়ে অভুক্ত না থাকে, সেই সমস্ত আর্তঅসহায় পরিবারের জন্য এগিয়ে এলেন কোচবিহার আল আনসার মিশন। এদিন দেউরহাট খারিজা ফুলেশ্বরী মাদ্রায় প্রায় ২৭৫ টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু, সাবান ও তুলে দেয়।
এবিষয়ে মিশনের সম্পাদক জহিরুল হক বলেন, “করোনা ভাইরাসের জেরে দেশে লক-ডাউন চলছে।
এর জন্য অনেক মানুষ না খেতে পেয়ে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছে।আমরা এখানে সব ধর্মের মানুষ মিলিয়ে ২৭৫টি পরিবারের হাতে খাদ্যদ্রব্য ও সাবান, তুলে দিয়েছি এবং আমাদের কে সহযোগীতার হাত বাঁডিয়ে় দিয়েছে দেউরহাট পল্লী উন্নয়ন যুব সংঘের সদস্যরা।”খাদ্যদ্রব্য হাতে পেয়ে অসহায় পরিবার গুলির মধ্যে কয়েকজন ব্যক্তি বলেন, এই দূর্দিনে যে কোনো রং না দেখে আমাদের মতো দিন আনি দিন খাই পরিবারের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়েছে সত্যি খুব ভালো লাগছে।