দ্য থার্ড আই ডেস্ক : করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। চলছে সামাজিক দূরত্ব বজায় রাখা। বন্ধ ব্যবসা-বাণিজ্য, উৎপাদন কেন্দ্র। পাঞ্জাব, কেরলের মত রাজ্যগুলিতে মদের হোম ডেলিভারি দেওয়ার দাবি উঠেছিল। তবে বুধবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয়, মদ বিক্রি পুরোপুরি বন্ধ করতে হবে। এই নির্দেশ বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় জারি করা হয়েছে, তাই সব রাজ্যকে এটি মেনে চলতে হবে।
মদ বিক্রি বন্ধ হলে সরকারের আয় হয়তো কিছুটা কমবে তবে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে।
