নিউজপিডিয়া বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন গোটা বলিউড নেপোটিজমের বিরুদ্ধে সরব, একের পর এক তারকার দিকে ধেয়ে আসছে স্বজনপোষনের তকমা। ঠিক সেই সময়ই বড়ো সাফল্যের মুখ দেখলেন অভিনেত্রী আলিয়া ভাট। আসন্ন অস্কার মঞ্চে কে কে আমন্ত্রিত থাকছেন অস্কার কমিটি সম্প্রতি তা ঘোষণা দিয়েছে। আর সেই তালিকায় ঠাঁই পেয়েছে আলিয়া। তবে শুধু আলিয়াই নন, তালিকায় জায়গা করে নিয়েছেন,অভিনেতা হৃত্বিক রোশনও। এছাড়াও রয়েছে কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা, তথ্যচিত্র পরিচালক নিষ্ঠা জৈন ও অমিত মাধেশিয়া, ভিজ্যুয়াল অ্যাফেক্টস সুপারভাইজার বিশাল আনন্দ ও সন্দীপ কামাল।
২০১৬ সালে যখন অস্কার একাডেমির বিরুদ্ধে জাতিগত বৈষম্য ও পুরুষতান্ত্রিক আমন্ত্রণের অভিযোগ আনা হয় তখনই অ্যাকাডেমি ঘোষণা করেছিল, ২০২০ সালের মধ্যেই তারা এই বিতর্ক কাটিয়ে ওটার চেষ্টা করবে। আর তার ফলস্বরূপ এই আমন্ত্রণ। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যদি আমন্ত্রণ গ্রহণ করে তো তারা ভোট দেওয়ার সুযোগ পাবে।
অ্যাকাডেমির সভাপতি ডেভিড রুবিন জানান, আমন্ত্রিতদের হিসেবে ২০২০ সালের অস্কারে আমন্ত্রিত থাকছেন, ৪৫ শতাংশ মহিলা অতিথি। এছাড়াও আছেন, ৩৬ শতাংশ অন্য ধর্মের মানুষ ও বিশ্বের ৬৮টি দেশ থেকে, ৭৫ জন অস্কার মনোনীত এবং ৫ জন সায়েন্টিফিক ও টেকনিক্যাল পুরস্কার বিজয়ী। তিনি আরও জানান, ‘মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সে বিশিষ্টজনদের স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সব সময়ে গ্লোবাল ফিল্ম সম্প্রদায়ের অনন্য প্রতিভাদের আপন করে নেওয়াতেই বিশ্বাসী।’