নিউজপিডিয়া ডেস্ক: করোনা সংকটে লকডাউনে শিক্ষার্থীদের আর্থিক অবস্থার কথা বুঝে তাদের পাশে দাঁড়াল বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফিস মুকুব করার ঘোষনা দিল বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
ছাত্রছাত্রীদের সার্বিক আন্দোলনের জেরে মুকুব হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের চলতি সেমিস্টার ফিজ । আলিয়া বিশ্ববিদ্যালয় এর অধিকাংশ ছাত্রছাত্রী পিছিয়ে পড়া পরিবার থেকে আগত ।কোভিড-19 এবং ইয়াশ দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত গোটা পশ্চিমবঙ্গ, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ কাজ হারিয়েছে অনেকেই।
বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয় নোটিস জারি করে জানিয়ে দেয় সমস্ত পড়ুয়াদের ফি মুকুব করা হচ্ছে , তবে বিশ্ববিদ্যালয়ের সার্থে যাদের সামর্থ্য আছে তাদের ফি দেওয়ার জন্য বলা হয়েছে।

কঠিন ইয়াস দুর্যোগ ও করোনা পরিস্থিতি তে ফিস মুকুব এর দাবিতে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে গণ মেইল করা হয় উপাচার্য এবং নিবন্ধক অফিসে । অবশেষে 16/06/2021 বিশ্ববিদ্যালয় কর্তৃক অফিসিয়াল ভাবে ফিজ মুকুবের কথা জানানো হয় ।আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিলিত সংগঠন “রেনেসাঁ অফ আলিয়া” এর পক্ষ থেকে “ছাত্রছাত্রীদের দাবিকে কর্তৃপক্ষ যথাযত ভাবে গ্রহণ করেছে এতে আমরা আনন্দিত এবং আপ্লুত বলে জানান। তবে আমাদের আরো অনেক দাবি আছে যার ফলস্বরুপ কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি সেগুলোর আশায় আমরা লড়ে যাচ্ছি। আশা রাখবো বিগত দিনে আমরা সমস্ত ছাত্রছাত্রী মিলে সেই দাবি গুলোকেও সার্থক করে তুলবো” বলে জানায়।