নিউজপিডিয়া ডেস্ক: লকডাউনের মাঝেই দাম্পত্য জীবনে বিচ্ছেদ পরলো বলিউডের নাম করা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর জীবনে। জানা গিয়েছে, স্ত্রী আলিয়ার সাথে দীর্ঘদিন ধরেই বনিবনা হচ্ছিল না। একটি ইংরাজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ৭’ই মে নওয়াজের স্ত্রী আলিয়া বিবাহ বিচ্ছেদের মামলা করেন। এমনকি অভিনেতার কাছ থেকে চেয়েছেন খোরপোষ।
লকডাউনে ডাকযোগ বন্ধ থাকায় নওয়াজের হোয়াটস অ্যাপে আইনী নোটিশ পাঠান আলিয়ার আইনজীবী। অন্যদিকে নওয়াজের আইনজীবীও ওয়াটস্যাপ এবং ইমেইল এর উপর নজর রাখছেন এই মামলার জন্য।
দীর্ঘদিন ধরেই অভিনেতার দাম্পত্য জীবনে অশান্তি ছিল। কিন্তু বেশ কয়েকমাস থেকে অশান্তি চরমে পৌঁছায় তাই এদিন আলিয়ার স্ত্রী ডিভোর্স কেস ফাইল করে।
এদিকে অভিনেতা এখন মুম্বাই ছেড়ে রয়েছেন গ্রামের বাড়ি মুজাফ্ফরনগরে। মুম্বাই পুলিশের অনুমতি নিয়েই ঈদ পালন করতে গিয়েছেন এবং সরকারি নিয়ম মেনে রয়েছেন কোয়ারেন্টাইনে।