নিউজপিডিয়া ডেস্ক: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার এক পুরুষ সহপাঠীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ওই পুরুষ সহপাঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করেছে। সেই সঙ্গে ‘বোরখা’ পরার জন্য তাকে হুমকিও দিয়েছে।
পুলিশ আধিকারিক অরবিন্দ কুমার জানিয়েছেন, “আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সিভিল লাইন্স থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তিনি জানিয়েছেন যে, তার এক পুরুষ সহপাঠী তাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়েছে এবং অশালীন ভাষা ব্যবহার করেছে। ওই সহপাঠীর বিরুদ্ধে ৫০৪, ৫০৬ এবং আইটি আইনে মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, “মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। আইন অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।”