অপু দেবনাথ, হলদিবাড়ি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের ফি ফেরত ও করোনা পরিস্থিতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তি ফি ছাড়াই ভর্তির দাবিতে হলদিবাড়ি বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন ও ব্লকের এসআই কে ডেপুটেশন দিল ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও হলদিবাড়ি শাখা। এদিন বিভিন্ন দাবি লিখে প্লাকার্ড হাতে সংগঠনের সদস্য ও ছাত্ররা ট্রাফিক মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ব্লক ছাত্রনেতা কপিল বর্মন ও বুলবুল সরকার। পাশাপাশি তারা দাবি রাখেন স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ খুলতে হবে।
বিক্ষোভে উপস্থিত ছিলেন কর্ণ সরকার, মজিদুল সরকার, তাসলিমা খাতুন, রাসেল আলী, হিল্লোল দাস সহ অন্যান্য ছাত্ররা। কপিল বর্মন বলেন, “করোনা মহামারীর ফলে অনেকে আর্থিক সংকটের সম্মুখীন। বহু মানুষ কর্মহীন। এমন সময়েও স্কুলগুলো ভর্তি ফি নিয়ে ছাত্রদের ভর্তি করাচ্ছে। আমাদের দাবি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ফর্ম ফিলাপ ফি নেওয়া হয়েছিল তা দ্রুত ফেরতের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনরকম ফি নেওয়া চলবে না। আমরা এই দুটি দাবিতে আজকে এসআইকে একটি স্মারকলিপি পেশ করেছি। আমাদের দাবি মানা না হলে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”