নিউজপিডিয়া ডেস্ক: সারাদেশে লকডাউন চলার ফলে রেল পরিষেবাও স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবং ভিন রাজ্যে আটকে পরা স্টুডেন্ট, পুণ্যার্থীদের ফিরিয়ে আনার জন্য চালু হয়েছে স্পেশাল ট্রেন। এবার ৩০’শে জুন পর্যন্ত সমস্ত সাধারণ ট্রেনের রিজার্ভেশন টিকিট বাতিল করলো ভারত রেল মন্ত্রক। রেল সূত্রে খবর, ঐ সময় পর্যন্ত যারা সাধারণ ট্রেনের টিকিট কেটে ফেলেছেন তাদের সকলের টাকা ফেরানো হবে।
পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে আগেই কিছু স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। পরবর্তীতে ভিন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের নিজ গন্তব্যস্থল পৌছে দিতে আরও ১৫ টি রুটে যাত্রিবাহী ট্রেন পরিষেবা চালু করে রেল। যদিও এর ভাড়া রাজধানীর ভাড়ার সমতুল্য। এই স্পেশাল ট্রেন গুলি ছাড়া অন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট বুকিং বাতিল করলো রেল। যারা আগাম কেটে রেখেছিলেন তাদের টাকা ফেরত হবে বলে জানায় রেল মন্ত্রক। তবে পরিযায়ী শ্রমিক ও যাত্রিবাহী স্পেশাল ট্রেন গুলি নির্দিষ্ট সময়মাফিক চলবে। যাত্রিবাহী স্পেশাল ট্রেন গুলির বুকিং এর পাশাপাশি এখন ওয়েটিং লিস্ট এর জন্যও বুকিং চলছে। এসি ২ টায়ার, এসি ৩ টায়ার ও স্লিপার ক্লাসের জন্যও ওয়েটিং টিকিট বুকিং চলছে। পাশাপাশি ১৩ ই মে থেকে প্রত্যেক যাত্রীর ঠিকানাও সংযোজন করা হচ্ছে ভবিষ্যতের জন্য।