বিশেষ সংবাদাতা, কলকাতা: আজ সোমবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত রেশন দোকান। এমনটাই জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরা ভীড় করেছেন নিজের নাম নথিভুক্ত রেশন দোকানে। সামাজিক দুরত্ব বজায় রেখে রেশন সংগ্রহ করলেও করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তাই রাজ্যের সমস্ত রেশন দোকান স্যানিটাইজ করার উদ্যেশ্যে আজ বন্ধ রাখা হবে সমস্ত রেশন দোকান। সেই সাথে স্যানিটাইজ করা হবে খাদ্য দপ্তরের গুদাম গুলি এবং মাল বাহক লড়ি গুলিকে। আর এই কাজ রেশন দোকান খোলা রেখে করা সম্ভব নয় তাই এই সিদ্ধান্ত।
চলতি মাসেই ৮ কোটি ৮৩ লক্ষের বেশি মানুষ রেশন পেয়ে গিয়েছেন, তাই একদিন দোকান বন্ধ থাকলে বিশেষ অসুবিধা হওয়ার কথা না। তাই সোমবার সব রেশনদোকান বন্ধ রেখে স্যানিটাইজারের কাজ করা হবে বলে জানা যায়। রেশন দোকান স্যানিটাইজ করার ঘোষণার পাশাপাশি রেশন ডিলার দের গ্রাহকের সাথে ভালো আচরণ করার কথাও বলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার অনেক ডিলারকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, “যাদের শোকজ করা হয়েছে তাদের বেশিরভাগের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে। এই অবস্থা চলতে থাকলে খাদ্য দপ্তর তাদের সরিয়ে দেবে।”